শিশুদের স্নানের জল রোদে দিলে দূর্বা দিতে হয় কেন?


#bengali_#science_#technology_#digital india_#indian culture_#culture of village_#village children_#children from village



বড় পাত্রে করে রোদে রাখা শিশুদের স্নানের জলে কয়েকটি দূর্বা বা তুলসী পাতা ভাসতে দেখা যায়। প্রশ্ন করলে গৃহিণীরা জবাব দেন, যাতে কারো নজর না লাগে তাই দেওয়া হয়েছে । নজর লাগার পিছনে কোন বাস্তব যুক্তি নেই । কিন্তু জলে দূর্বা দেওয়ার পেছনে রয়েছে বিজ্ঞানের যুক্তি। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি সরাসরি এসে জলে পড়ে মিশে যায় । ফলে এই রশ্মি মিশ্রিত জলে নিয়মিত শিশুদের স্নান করালে ত্বকের উপর বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । একমাত্র সবুজ দূর্বাঘাসই এই রশ্মি কে শোষণ করতে সক্ষম । জলটা এই রশ্মি থেকে মুক্ত থাকে এবং শিশুর স্নানের উপযোগী হয়।

Post a Comment

0 Comments