![]() |
বড় পাত্রে করে রোদে রাখা শিশুদের স্নানের জলে কয়েকটি দূর্বা বা তুলসী পাতা ভাসতে দেখা যায়। প্রশ্ন করলে গৃহিণীরা জবাব দেন, যাতে কারো নজর না লাগে তাই দেওয়া হয়েছে । নজর লাগার পিছনে কোন বাস্তব যুক্তি নেই । কিন্তু জলে দূর্বা দেওয়ার পেছনে রয়েছে বিজ্ঞানের যুক্তি। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি সরাসরি এসে জলে পড়ে মিশে যায় । ফলে এই রশ্মি মিশ্রিত জলে নিয়মিত শিশুদের স্নান করালে ত্বকের উপর বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । একমাত্র সবুজ দূর্বাঘাসই এই রশ্মি কে শোষণ করতে সক্ষম । জলটা এই রশ্মি থেকে মুক্ত থাকে এবং শিশুর স্নানের উপযোগী হয়।
0 Comments