করোনার থাবা এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানায়। দাঁতন এক নম্বর ব্লকের ১/৯ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাস্তানগর ও বালিডাংরি গ্রামে কিছু পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন বলে খবর। সেইমতো তারা বাড়ি ফেরার পর তাদেরকে রাখা হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে 14 দিন কোয়ারেন্টাইন এ থাকার পর উনারা বাড়ি ফিরে যান অন্যদের সাথে। তবে যাওয়ার আগে ওদের নমুনা সংগ্রহ করা হয় COVID 19 পরীক্ষার জন্য। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই ওরা বাড়ি চলে যান। পরে রিপোর্ট আসলে দেখা ওই দুজন কোভিড পজিটিভ। স্থানিয় প্রশাসন এর উদ্যগে দুজন করোনা আক্রান্ত রোগীকে মেদিনীপুরের করোনা হাসপাতালে (আয়ুশ ) হাসপাতালে ভত্তি করা হয় এবং তাদের বাড়ির লোকেদের সনাকনিয়া কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতন এলাকায়।।
Corona Live Update দেখতে হলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুণ
https://www.mygov.in/covid-19
0 Comments