প্রাচীনকাল থেকে আমাদের সমাজে প্রচলিত আছে যে পৌষমাস, চৈত্রমাস, কিংবা ভাদ্রমাস এই তিন মাসে কোন মানুষকে এমন কি কুকুর , বিড়াল কেউ বাড়িতে এলে তাড়াতে নেই । এর পেছনে যে বাস্তবসম্মত কারণটি বর্তমান তা হল এই তিনটি মাস চৈত্রমাস, ভাদ্রমাস, পৌষমাস হল চরম মাস । পৌষমাসে প্রচন্ড শীত, চৈত্রমাসে প্রচন্ড খরা ,এবং ভাদ্র মাসে প্রচন্ড বর্ষা । ফলে এ সময় কাউকে বাড়ি থেকে তাড়ালে সে ভীষণ অসুবিধার মধ্যে পড়বে । যা মানবিকতার দিক থেকে অনুচিত কাজ ।কাজেই কথাটি যুক্তিসঙ্গত তাই এই কারণে পৌষ মাসে , চৈত্র মাসে এবং ভাদ্র মাসে বাড়ি থেকে কাউকে তাড়াতে নেই ।।
0 Comments