হিন্দু মৃতদেহ দাহ বা পড়ানো এবং মুসলিম মৃতদেহ কবর দেওয়া হয় কেন?

#হিন্দু মৃতদেহ দাহ এবং মুসলিম মৃতদেহ কবর দেওয়া হয় কেন?_#হিন্দু মৃতদেহ_#মুসলিম মৃতদেহ_#মুসলিমরা মৃতদেহ কেন কবর দেয়?হিন্দুরা মৃতদেহ কেন পুডায়?_#indian culture_#covid-19_#covid-19 lockdown period in india_#lockdown period_#bangladesh_#বাংলাদেশ

হিন্দু শাস্ত্র মতে মৃতদেহ দাহ এবং মুসলিম শাস্ত্রমতে মৃতদেহ কবর দেওয়ার রীতি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এর পেছনে যে বিজ্ঞানসম্মত কারনটি বর্তমান তাহলো, সুস্থ শরীরে মৃত্যু খুব কম সংখ্যক লোকেরই হয়। বেশিরভাগ লোক দেখা গেছে  নানারকম রোগে  মারা য়ায়। তাই সেই মৃত শরীরে নানারকম জীবাণু  সজীব অবস্থায় থাকে। একমাত্র মাটি এবং আগুন পারে সেই সমস্ত জীবনুকে নষ্ট করতে। সেই জীবাণু দ্বারা যাতে সুস্থ লোকেরা আক্রান্ত না হয় সেই কারণে হিন্দু মতে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় এবং মুসলমান মৃতদেহ মাটির তলায় চাপা দেওয়া হয় বা কবর দেওয়া হয়। তাছাড়া নানা রকম ধর্মীয় ব্যাপার তো আছেই। তাই জন্য এই সংস্কার বিজ্ঞানসম্মত এর কোনটাই কুসংস্কার নয়।।

Post a Comment

0 Comments