মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের "প্রচেষ্টা" প্রকল্প


#মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের "প্রচেষ্টা" প্রকল্প_#প্রচেষ্টা_#"প্রচেষ্টা" প্রকল্প_#প্রচেষ্টা প্রকল্প_#prachesta prokalpo_#prachesta prokalpo form_#mamata banerjee_#west bengal_#covid-19 prachesta prokalpo_#download prachesta prakalpo form_#prachesta_#corona virus_#prachesta prokalpo form




আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ

 আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল দুজনে মিলে এই করোনা ভাইরাস বা  COVID-19 বা ভয়াবহ মহামারি চলাকালিন একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যে প্রকল্পটির নাম হল "প্রচেষ্টা" (PRACHESTA) প্রকল্প ।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের  রাজ্যের অসংগঠিত খাতে কর্মরত প্রচুর শ্রমিক / দৈনিক মজুরি এবং শ্রমিকের কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের কারণে এই ব্যক্তিরা খুব কঠিন সময় পার করছেন।

চরম দুর্দশায় পড়ে  শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিককে কিছুটা ত্রাণ দেওয়ার জন্য, রাজ্যপাল "প্রচেষ্টা" (PRACHESTA) নামে একটি নতুন প্রকল্প চালু করতে পেরে  খুবই সন্তুষ্ট ।

নতুন স্কিম প্রচেষ্টার বিবরণ নীচে দেওয়া হয়েছে -


 "প্রচেষ্টা" (PRACHESTA) প্রকল্প


  1. প্রচেষ্টা নামক নতুন প্রকল্পটি করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবিকার সুযোগ হারিয়ে ফেলেছে এমন শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিককে আর্থিক সহায়তা দেবে।
  2. শ্রমিক / প্রতিদিনের মজুরি উপার্জনকারী / শ্রমিকের বিকল্প আয়ের টেকসই নেই এবং  এরা চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।
  3. এক হাজার (১000) টাকা আর্থিক সহায়তা যেমন শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিককে প্রদান করা হবে।
এই প্রকল্পের বিশদ পদ্ধতিগুলি নীচে দেওয়া হল -

 এই  প্রকল্পে নির্বাচিত হইবার যোগ্যতাঃ

যে কোনও শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিক যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যিনি করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মসংস্থান / জীবিকার সুযোগ নষ্ট হওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন এবং আয়ের বিকল্প টেকসই  নেই, তার পক্ষে যোগ্য হবে এই প্রকল্পটি।

  নিম্নলিখিত শর্ত - 
  1. শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিক পরিবারের একমাত্র রুটি-বিজয়ী।
  2. শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিকের সামাজিক পেনশন প্রকল্পের মতো (বৃদ্ধ বয়স, উইন্ডো এবং প্রতিবন্ধী পেনশন) রাজ্যের কোনও সামাজিক প্রকল্পের সুবিধাভোগী হওয়া উচিত নয়।
  3. এই প্রকল্পটি  পরিবারের একমাত্র ব্যক্তির জন্যই  উপযুক্ত, পরিবার স্বামী, স্ত্রী এবং অবিবাহিত শিশুদের অন্তর্ভুক্ত করবে।
  4. জেলা ম্যাজিস্ট্রেট / কমিশনার, KMC সন্তুষ্ট যে আবেদনকারী প্রকৃতপক্ষে করোনার ভাইরাসের  (COVID-19) প্রাদুর্ভাবের কারণে কর্মসংস্থান / জীবিকার সুযোগ হারিয়েছে এবং আয়ের বিকল্প টেকসই নেই।
  5. জেলা ম্যাজিস্ট্রেট / কমিশনার বিশ্বাস করার কারণ আছে যে শ্রমিক / দৈনিক মজুরি উপার্জনকারী / শ্রমিক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন।
কিভাবে আবেদন করতে হবেঃ

নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপএটি  সংগ্রহ করুণ 


জেলায় জেলা ম্যাজিস্ট্রেট বা কলকাতা পৌরশোভা এলাকার কমিশনার কেএমসির (KMC) কাছে আবেদনপএটি  জমা দিতে হবে  উপযুক্ত প্রার্থীকে নিজেই।  আবেদনটি ব্যক্তিগতভাবে  জমা দিতে হবে।  কোন লোকের দ্বারা জমা দেওয়া যাবে না।

এই প্রকল্পটিতে আবেদন করার জন্য যে নথিপত্রগুলো প্রয়োজন - 

  1. আবেদনকারীর ভোটার আইডির জেরক্স 
  2. আধার কার্ডের জেরক্স
  3.  ডিজিটাল রেশন কার্ডের জেরক্স
  4.  এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি 
  5.  আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর পাসবুক এর জেরক্স 

উপরে দেওয়া নথিপত্র গুলির এক কপি করে জেরক্স বাধ্যতামূলক ।

 প্রক্রিয়াজাতকরণ এবং অনুমোদন ঃ

  1.  জেলা ম্যাজিস্ট্রেট গ্রামীণ অঞ্চলে বিডিও (BDO) এবং শহরাঞ্চলের এসডিওর (SDO) মাধ্যমে আবেদনগুলি আমন্ত্রণ / গ্রহণ, অনুসন্ধান ও প্রক্রিয়া করার ব্যবস্থা করবেন।
  2. কমিশনার, কেএমসি (KMC) এলাকায় আমন্ত্রণ / প্রাপ্ত আবেদন, অনুসন্ধান এবং প্রক্রিয়া করার ব্যবস্থা করবে।
 নোডাল বিভাগঃ

 শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের বাস্তবায়ন, তদারকি ও তদারকির জন্য নোডাল বিভাগ হিসাবে কাজ করবে।

কার্যকর দিনঃ
 এই প্রকল্পটি 15 ই এপ্রিল, 2020 সাল থেকে কার্যকর হবে এবং 15 ই মে, 2020 পর্যন্ত কার্যকর থাকবে।



বিঃদঃ - বিষদ জানতে নিকটবতী গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুণ  অথবা  https://www.wb.gov.in/ এই লিঙ্গে  ক্লীক করে  "PRACHESTA"  নামক লেখাটিতে  ক্লীক করে  ভালো করে জেনে নিন।।







Post a Comment

1 Comments