স্নান করে এসে তুলসীমঞ্চে জল দেওয়ার প্রথা বহুকাল ধরে চলে আসছ। কারণ, জল না দিলে তুলসী গাছ মরে যেতে পারে । এছাড়া ও আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় সেটা হল তুলসী গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। তুলসী গাছ বাড়িতে থাকার প্রয়োজনীয়তা যে কত তা আজ বলে দেওয়ার প্রয়োজন হয়না তাই প্রথাটি যুক্তিসম্ম।।
0 Comments