এক ডাকে সাড়া দিতে নেই কি কারনে?

#এক ডাকে সাড়া দিতে নেই কি কারনে?_#এক ডাকে সাড়া দিতে নেই কেন বিষেশ করে রাতের বেলা ?_#এক ডাকে সাড়া দিতে নেই কেন?


বহুদিন ধরে আমাদের সমাজে একটি রীতি প্রচলিত আছে যে রাত্রিবেলা কেউ ডাকলে এক ডাকে সাড়া দিতে নেই, এমনকি ঘরের লোক যদি কেউ বাইরে থেকে ডাকে তাহলে একথা মেনে চলা উচিত। এই সংস্কার টি অত্যন্ত যুক্তিমত। কারন মানুষ ঘুমাবার পর তার শরীর অচেতন অবস্থায় থাকে। এই অবস্থায় একবারে ডাক কানে পৌঁছালেও অনেক সময় সঠিকভাবে বোঝা সম্ভব হয় না যে কে ডাকছে। কাজেই এই সুযোগটা দুষ্টু লোকেরা নিতে পারে। তাই জন্য জীবনের বা সম্পত্তির ক্ষতি হতে পারে। কাজেই এই প্রথাটি মনোবিজ্ঞানের দিক থেকে বাস্তবসম্মত। তাই বিষেশ করে রাতের বেলা কেউ ডাকলে এক ডাকে সাড়া দিতে ।।

Post a Comment

0 Comments