খাবার সময় কথা বলা উচিত নয় কারণ-
প্রথমত- খাবার সময় কথা বললে খাদ্যবস্তু ঠিকমতো চিবানো হয় না ফলে পেটের রোগ হতে পারে, দ্বিতীয়তঃ- খাবার সময় কথা বললে অসাবধানতাবশত খাদ্যকণা শ্বাসনালিতে ঢুকে গিয়ে হাঁচি-কাশি এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কাজেই সংস্কার সম্পন্ন বিজ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই কারণের জন্য খাবার সময় কথা বলা উচিত নয় ।
0 Comments