কি কারণে শাঁখ বাজানো হয়?

#শাঁখ বাজানোর প্রয়োজনীয়তা আছে কি?_#কি কারণে এখনো শাঁখ বাজানো হয়?_#সন্ধাবেলা কেন শাঁখ বাজানো হয়?_#কোন শুভ কাজে কেন শাঁখ বাজানো হয়?_#ঠাকুরের সন্ধা আরতির সময় কেন শাঁখ বাজানো হয়?

হিন্দু মতে শাঁখ বাজানোর প্রথা সমাজে প্রচলিত আছে। যদিও বিষয়টিকে আমরা ধর্মীয় আচার বলে মনে করি, কিন্তু এর পেছনে বিজ্ঞানসম্মত কারণ আছে। বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্য আমাদের সামনে উপস্থিত করেছেন তাহলো, শাঁখের আওয়াজে বিভিন্ন ইনফেক্টিভ ব্যাকটেরিয়া রোগ সংক্রামক জীবাণু ধ্বংস হয়। ফলে সন্ধ্যের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু থাকে তা ধ্বংস হয় বা বহুদূর চলে যায়। ফলে এলাকাটি জীবাণুমুক্ত থাকে। এছাড়া শাঁখের আওয়াজে মশার উপদ্রব খানিকটা কমে যায়। তাই প্রথাটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। আজকের দিনে এর প্রয়োজন আমাদের কাছে অনেক বেশি। আর যিনি শাঁখ বাজান তার হৃদযন্ত্রটি ও সবল থাকে।।

Post a Comment

0 Comments