অবশেষে করোনা ছাড়লো না পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও বেলদা কেও, ফের করোণায় আক্রান্ত হল নারায়ণগড় ব্লকের বেলদা থানা অন্তর্গত আম্বিডাঙ্গরে ৬ জন, খাকুড়দা তে ১ জন , আকন্দাতে ২ জন এবং বেলদার দেউলিতে ১ জন এবং অন্যদিকে দাঁতন থানার অন্তর্গত মনোহরপুর গ্রামেও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
খুব চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতন ও বেলদাতে সবাইকে অনুরোধ করবো সবাই বাড়িতে থাকুন বাড়ির বাইরে অকারণে বেরোবেন না । কোনো কারণে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন।
সবাই বাড়িতে থাকুন সাবধান থাকুন সর্বদা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোন এবং বাজার থেকে আসা সমস্ত জিনিস আগে স্যানিটাইজ করুন তারপরে বাড়ির ভেতরে নিয়ে যান।
আপনি বাঁচুন আপনার পরিবারকে বাঁচান করোনা ভাইরাস এর হাত থেকে তাছাড়া আপনিই হলেন আপনার পরিবারের মেরুদন্দ,তাই সর্বদা সতর্ক থাকুন সাবধান থাকুন বাড়ির ভেতরে থাকুন।
করুনার লাইভ আপডেট দেখতে হলে নিচের দেওয়া লিংক গুলোতে ক্লিক করুন ---
১. https://www.grainmart.in/news/covid-19-coronavirus-india-state-and-district-wise-tally/
২. https://www.indiatvnews.com/coronavirus/cases-in-india-district-wise-details
৩. https://www.mygov.in/corona-data/covid19-statewise-status/
৪. https://covidindia.org/#
"বাড়িতে থাকুন,সুস্থ থাকুন , সাবধান থাকুন।।"
1 Comments
মাস্ক বানান ঠিক করবেন।
ReplyDelete