আত্মহত্যা কি অপরাধ? আসুন দেখে নিই এক নজরে

#আত্মহত্যা কি অপরাধ? আসুন দেখে নিই  এক নজরে_#309 law in india_#309 section law_#309 section law in india_#indian law_#indian 309 law_#effect of 309 law in india


আত্মহত্যা কি অপরাধ? আসুন জেনে নিই - 

স্বেচ্ছা-মৃত্যুর অধিকার না-দিক, আত্মহত্যাকে অপরাধের তকমা থেকে অন্তত বের করতে চলেছে কেন্দ্র। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই ধারাটিই বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে সরকারের এই অভিপ্রায় জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী। খুব শীঘ্রই সংসদে প্রয়োজনীয় সংশোধনী বিলটি আনবে মন্ত্রক। কেন্দ্রীয় আইন কমিশন ইতিমধ্যেই তার সুপারিশ জানিয়েছে কেন্দ্রকে।

Post a Comment

0 Comments