কেন খাবার পর খালি থালায় জল ঢালতে হয়?


#খাবার পর থালায় জল ঢালা হয় কেন?_#খাবার পর থালায় জল না ঢাললে কি হবে?_#থালা_#খালি থালা_#জল_#বাংলা লেখা_#বাংলাদেশ_#খাবার পর খালি থালায় জল না ঢাললে বাড়ির সবাই বকে কেন?_#কেন খাবার পর খালি থালায় জল ঢালতে হয়?

খাবার পর থালায় জল ঢালার কথা প্রাচীনকাল থেকে চলে আসছে । এবং এই  কথাটা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে ও শুনে আসছি এর পেছনে যে বাস্তবসম্মত কারণটি বর্তমান, তাহল খাবার পর থালায় জল না ঢাললে থালাটা খাবারের অবশিষ্টাংশ গুলো শুকিয়ে লেগে থাকে ফলে যখন মাজা হয় থালা বাসন গুলো তখন মাজতে খুব অসুবিধা হয় এবং সেই খাবার অবশিষ্টাংশ গুলি উঠতে চায় না ফলে থালাটি মাজতে খুব কষ্ট হয় তাই বাড়িতে সবাই বলেন খাবার পর খালি থালায় জল ঢেলে  উঠতে।

এই জন্যই বাড়ির সবাই বলেন খাবার পর খালি থালায় জল ঢালতে।।

Post a Comment

0 Comments