কোথায় এখণ আমফান ঝড় ?


#ভয়ঙ্কর "আমফান" ঝড়_#"আমফান" ঝড়_#live position Amphan_#Amphan Storm_#amfan_#Amfan Storm_#live position of Amfan_#live position Amfan Storm_#কোথায় আসছে আমফান ঝড়?_#digha_#sundarbon_#mandermoni_#bokkhali_#bangladesh_#india_#where is amphan?_#AMPHAN_#AMFAN_#AMPHAN STORM



*** ধেয়ে আসছে ভয়ঙ্কর "আমফান" ঝড়***

সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর যাদের কাঁচা বাড়ি অথাৎ যারা মাটির বাড়িতে বসবাস করেন তারা নিকটবতী বা পাশাপাশি যে কোন পাকা বাড়িতে গিয়ে থাকুন।


এই  "আমফান" ঝড়টির নামকরণ করেছে যে দেশটি তার নাম হল  "থাইল্যান্ড" 

"আমফান" হল একটি  ভয়ঙ্কর মাপের ঝড় যেটি এখন ধেয়ে আসছে আমাদের দিকে। সবাই খুব  সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন এবং ঘরের ভেতরে থাকুন।

"বুলবুল"
ঝড়ের দাগ মিটতে না মিটতেই ধেয়ে আসছে "আমফান" ঝড় এক কথায় বলে যেতে পারে 'ছেঁড়া ঘায়ে নুনের ছিটা '

"বুলবুল" ঝড়ের ঘা শুকিয়ে গেলেও এখনো পর্যন্ত তার দাগ মিটে যায় নি আর তারই মধ্যে দিয়ে আসছে ভয়ঙ্কর এক ঝড়  "আমফান"

বর্তমানে  "আমফান"  ঝড়টি দীঘা থেকে ১৫০ কিলোমিটার দূরে এবং এবং পারাদ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে আসছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই ঝড়টি হয়তো  দীঘা  বা মন্দারমনি হয়ে আসতে পারে কিংবা পারাদ্বীপ, ওড়িশার  ভেতর দিয়ে,বকখালি, সুন্দরবন দিয়ে বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

এই "আমফান" ঝড়টি খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী যেটি ধেয়ে আসছে  এখন আমাদের দিকে তাই সবাইকে আবারো বলছি সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন  এবং বাড়ির মধ্যে থাকুন। এবং যাদের পাকা বাড়ি নেই যারা মাটির বাড়িতে  বসবাস করছেন তারা অতিসত্বর এবং শীঘ্রই তারা আপনাদের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আপনাদের পাশাপাশি যদি কোন পাকার বারি থেকে থাকে তাহলে তাদের বাড়িতে গিয়ে বসবাস করুন।

 

সাইক্লোন আপডেট ও রুট ট্রাকিং

নীচের ওয়েবসাইট গুলিতে ক্লিক করলে সাইক্লোনের গতিপ্রকৃতি ও গতিপথ বোঝা যাবে। তাই সরাসরি যে কোন লিঙ্ক ক্লিক করে লাইভ সাইক্লোন আপডেট দেখে নিন.....


🌐 প্রথম ওয়েবসাইট - আই.এম.ডি


রিজিওন্যাল সাইক্লোন আপডেট সেন্টার
ভারত মহাসাগরীয় এলাকা

ক্লিক অ্যান্ড ভিউ....

http://www.rsmcnewdelhi.imd.gov.in/index.php?lang=en


🌐 দ্বিতীয় ওয়েবসাইট - উইন্ডি.কম

লাইভ স্যাটেলাইট সাইক্লোন আপডেট

https://www.windy.com/?2020-05-20-18,18.684,85.251,4


🌐 তৃতীয় ওয়েবসাইট - আর্থ নোল স্কুল

লাইভ আর্থ নোল স্কুল
লাইভ এয়ার ফ্লো

https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=79.84,15.47,664


🌐 চতুর্থ ওয়েবসাইট - জুম আর্থ

এই সাইটে সাইক্লোন রুট ট্রাকিং ভালো দেখা যাবে....

https://zoom.earth/storms/amphan-2020/#layers=labels,crosshairs


**সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন এবং ঘরের ভেতরে থাকুন।।**

Post a Comment

1 Comments